মুক্তিযোদ্ধার কন্ঠ ডেস্কঃ- এশিয়া কাপের ফাইনালে ভারতের বিপক্ষে সাকিব আল হাসানের মাঠে নামা নিয়ে শংকা কেটে গেছে। শিরোপা লড়াইয়ে থাকছেন এই টাইগার ক্রিকেটার। শনিবার সন্ধ্যায় বাংলাদেশ দলের ফিজিও বায়েজিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
রোববার এশিয়া কাপের টি-২০ ফরম্যাটের এই উত্তেজনাকর ম্যাচের দিকে এখন ক্রিকেটপ্রেমীদের দৃষ্টি। কিন্তু শনিবার দুপুরে একটি দুঃসংবাদে সাকিবের খেলা নিয়ে শংকা দেখা দেয় টাইগার শিবিরে।
তবে এ শংকা উড়িয়ে দিয়েছেন ফিজিও বায়েজিদুল ইসলাম। তিনি জানান, সাকিব উরুতে ব্যাথা পেয়েছেন আরও আগে। ব্যাথাটা কেমন তা বুঝতে শনিবার তিনি অনুশীলন করেন। অনুশীলনে তিনি নতুন করে কোনো ব্যাথা অনুভব করেননি।
ফিজিও জানান, ‘সাকিবের আগের ব্যাথাটা গুরুতর কিছু নয়। আশা করছি, ম্যাচের আগেই তিনি ফিট হয়ে যাবেন।’
ফিজিও জানান, ‘সাকিবের আগের ব্যাথাটা গুরুতর কিছু নয়। আশা করছি, ম্যাচের আগেই তিনি ফিট হয়ে যাবেন।’
এর আগে শনিবার দুপুরে জানা যায়, শুক্রবার অনুশীলনের সময় উরুতে টান অনুভব করেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। আজ অনুশীলনের সময় আরও বেশি টান পড়ে। আর এ কারণে ভারতের বিপক্ষে মাঠে না-ও নামতে পারেন তিনি।
ইতিমধ্যে ইনজুরিতে এশিয়া কাপ শেষ হয়ে গেছে টাইগারদের অন্যতম অস্ত্র ‘কাটার মাস্টার’ মুস্তাফিজুর রহমানের।
মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/05-03-2016/মইনুল হোসেন
Tags: