muktijoddhar kantho logo l o a d i n g

খেলার খবর

১৮ বছর পর মালদ্বীপ জয় বাংলাদেশের

শ্রীলংকার প্রাইম মিনিস্টার মাহিন্দা রাজাপাকসে আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে জয় পেল বাংলাদেশ।

প্রথম ম্যাচে তুলনামূলক দুর্বল প্রতিপক্ষ সিশেলসের সঙ্গে ১-১ গোলে ড্র করে বাংলাদেশ। শনিবার নিজেদের দ্বিতীয় ম্যাচে দক্ষিণ এশিয়ার অন্যতম ফুটবল পরাশক্তি মালদ্বীপকে পরাজিত করে জামাল ভূঁইয়ারা।

শনিবার প্রাইম মিনিস্টার মাহিন্দা রাজাপাকসে আন্তর্জাতিক ট্রফিতে ২-১ গোলে জিতেছে মালদ্বীপকে পরাজিত করে বাংলাদেশ। এখন থেকে ঠিক ১৮ বছর আগে ২০০৩ সালে মালদ্বীপকে হারিয়েছিল বাংলাদেশ।

শনিবার খেলার শুরু থেকেই মালদ্বীপকে চাপে রাখে বাংলাদেশ। দ্বাদশ মিনিটে জামাল ভূঁইয়ার গোলে এগিয়েও যায় লাল-সবুজের জার্সিধারীরা।

কিন্তু অফসাইডের পতাকা তোলেন লাইন্সম্যান। এমন সিদ্ধান্তে হতাশা প্রকাশ করে বাংলাদেশ দল। পরের সহকারীর সঙ্গে আলোচনা করে গোলের সিদ্ধান্ত দেন শ্রীলঙ্কার রেফারি ডিলান পেরেরা।

খেলার ৩৩তম মিনিটেই সমতায় ফেরে মালদ্বীপ। ১-১ সমতায় বিরতিতে যায় উভয় দল। দ্বিতীয়ার্ধে এক গোলে ২-১ এগিয়ে থেকে ম্যাচ শেষ করে বাংলাদেশ ফুটবল দল।

Tags: