বাংলাদেশ ও ভারত যৌথভাবে ২০৩১ সালের ছেলেদের ওয়ানডে বিশ্বকাপ আয়োজন করবে। সোমবার এ ঘোষণা দেয় আইসিসি।
আইসিসি ২০২৪ থেকে ২০৩১ সালের ছেলেদের আইসিসি টুর্নামেন্টের স্বাগতিকদের নাম ঘোষণা করে। এ সময়ে আটটি বৈশ্বিক টুর্নামেন্ট হবে ১৪ দেশে। প্রথমবারের মতো আইসিসির বৈশ্বিক টুর্নামেন্ট আয়োজন করবে যুক্তরাষ্ট্র ও নামিবিয়া। এ সময়ে সব মিলিয়ে হবে দুটি ওয়ানডে বিশ্বকাপ, চারটি টি-টোয়েন্টি বিশ্বকাপ ও দুটি চ্যাম্পিয়নস ট্রফি।
সৌরভ গাঙ্গুলি ও রিকি স্কেরিটের সঙ্গে মার্টিন স্নেডেনের নেতৃত্বে গঠিত এক উপকমিটি বেছে নেয় স্বাগতিক দেশগুলোকে। আইসিসির ব্যবস্থাপনায় আগ্রহী দেশগুলোর ব্যাপারে যাচাই-বাছাই করে দেখার পর নেয়া হয় এমন সিদ্ধান্ত।