muktijoddhar kantho logo l o a d i n g

জাতীয়

স্কুলে স্কুলে গিয়ে শিক্ষার্থীদের টিকা দেওয়ার সিদ্ধান্ত

স্কুলশিক্ষার্থীদের করোনার টিকা নিশ্চিতে এবার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে টিকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আজ বৃহস্পতিবার ঢাকায় এক অনুষ্ঠানে এই তথ্য জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি জানান, শিগগিরই এই কার্যক্রম শুরু হবে।

এর আগে, করোনা মহামারি ঠেকানোর লড়াইয়ে প্রাপ্তবয়স্কদের টিকাদান শুরুর আট মাস পর গত অক্টোবরে ১২ থেকে ১৭ বছর বয়সী স্কুলশিক্ষার্থীদের টিকা দেওয়া শুরু হয়। ওই সময়ে স্কুলে স্কুলে না গিয়ে কেন্দ্রে আশপাশের অন্তত পাঁচটি স্কুলের শিক্ষার্থীদের টিকা দেওয়া হচ্ছিল। এতে শিক্ষার্থীদের টিকাদানে সমস্যা হচ্ছিল।

জাহিদ মালেক বলেন, ‘এজন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি, যেসব স্কুলে করোনাভাইরাসের টিকাদান কেন্দ্র নাই, আমরা কেন্দ্র করতে পারি নাই, ওই স্কুলে আমাদের টিম চলে যাবে, সেখানে টিকা দেবে।’

স্কুলের শিক্ষার্থীদের ফাইজারের টিকা দেওয়া হচ্ছে, সেটাই দেওয়া হবে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। তবে ওই টিকা দেওয়ার ক্ষেত্রে তাপমাত্রা বড় চ্যালেঞ্জ উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা এখন শুধু ঢাকায় না, ঢাকার বাইরেও বিভিন্ন জেলায় নিয়ে যাচ্ছি। এটা একটা চ্যালঞ্জ, আমরা সেই চ্যালেঞ্জ গ্রহণ করেছি। আমাদের স্কুলের শিশুদের টিকা দিতে যা যা পদক্ষেপ নেওয়া দরকার, আমরা নেব।’

Tags: