muktijoddhar kantho logo l o a d i n g

প্রচ্ছদ

২৫ নভেম্বর থেকে ৩ জানুয়ারি কোচিং সেন্টার বন্ধ

এইচএসসি ও সমমানের পরীক্ষা আগামী ২ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে। পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্নে ও প্রশ্নফাঁস ঠেকাতে আগামী ২৫ নভেম্বর থেকে ৩ জানুয়ারি পর্যন্ত দেশের সব কোচিং সেন্টার বন্ধ রাখা হবে।

আজ বৃহস্পতিবার (১৮ নভেম্বর) এইচএসসি ও সমমান পরীক্ষা বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এ কথা জানান।

ডা. দীপু মনি বলেন, ‘আগামী ২ ডিসেম্বর থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হতে যাচ্ছে। পরীক্ষা চলবে ৩০ ডিসেম্বর পর্যন্ত। পরীক্ষা সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে আগামী ২৫ নভেম্বর থেকে ৩ জানুয়ারি পর্যন্ত দেশের সব কোচিং সেন্টার বন্ধ থাকবে।’

Tags: