muktijoddhar kantho logo l o a d i n g

জাতীয়

হাফ ভাড়ার দাবিতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

বাসে হাফ পাস চালু ও শিক্ষার্থীদের সঙ্গে অসদাচরণের প্রতিবাদে এক ঘণ্টা সড়ক অবরোধ করেছে ঢাকা কলেজের শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত ঢাকা কলেজের সামনে শতাধিক শিক্ষার্থী অবস্থান নিয়ে সড়ক অবরোধ করে। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়। তবে অবরোধ চলাকালে যানজট সৃষ্টি হলেও পরে যান চলাচল স্বাভাবিক হয়েছে।

বিক্ষোভরত শিক্ষার্থীরা জানান, শিক্ষার্থীদের কাছ থেকে হাফ ভাড়া নেওয়ার নির্দেশনা থাকলেও তা নেওয়া হচ্ছে না। হাফ ভাড়া দিতে গেলে বাসের চালক ও সুপারভাইজাররা খারাপ ব্যবহার করেন। এজন্য গাড়ি আটকে রাখা হয়েছে।

তারা জানান, বাস মালিকদের এখানে এসে হাফ ভাড়া নেওয়ার প্রতিশ্রুতি দিয়ে বাস নিয়ে যেতে হবে। হাফ ভাড়া নেওয়ার নিশ্চয়তা না দেওয়া পর্যন্ত বাস ছাড়া হবে না।

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ঢাকা কলেজ শিক্ষক ও নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সন্ধ্যায় পরিবহন মালিকদের সঙ্গে কথা বলে হাফ পাশের ব্যবস্থা করবেন বলে শিক্ষার্থীদের আশ্বস্ত করেন। পরে তারা কর্মসূচি শেষ করেন। এ সময় আন্দোলনকারীরা জানান, দাবি আদায় না হলে শনিবার থেকে ফের কর্মসূচি পালন করা হবে।

প্রসঙ্গত, সড়ক অবরোধ করে বিক্ষোভ করলেও এ সময় কোনো ধরনের ভাঙচুরের ঘটনা ঘটায়নি শিক্ষার্থীরা।

Tags: