muktijoddhar kantho logo l o a d i n g

খেলার খবর

মোস্তাফিজকে ছুঁয়ে দেখতে মাঠে দর্শক

মোস্তাফিজুর রহমানকে ছুঁতে মাঠেই ঢুকে পড়লেন এক দর্শক। গ্যালারির দুইতলা থেকে লাফিয়ে মাঠে প্রবেশ করেন তিনি।

পাকিস্তান ইনিংসের ১৪তম ওভারে মোস্তাফিজুর রহমানের হাতে বল তুলেদেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। এমন অবস্থায় মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের উত্তর গ্যালারি থেকে এক দর্শক নিরাপত্তাবেষ্টনীর কাঁটাতার পাড়ি দিয়ে লাফিয়ে মাঠে প্রবেশ করেন।

তখন নিরাপত্তাকর্মীরা দ্রুত ছুটে এসে ওই দর্শককে মাঠ থেকে বের করে দেন। অবশ্য তার আগেই মোস্তাফিজের কাছে চেলে যান সেই দর্শক।

লাইভ ম্যাচে এভাবে দর্শক মাঠে প্রবেশ করায় মিরপুর স্টেডিয়ামের নিরাপত্তাব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। এর আগেও গ্যালারি থেকে মাঠে ঢুকে পড়ার ঘটনা ঘটেছে।

Tags: