muktijoddhar kantho logo l o a d i n g

জাতীয়

শিক্ষার্থীকে ধর্ষণের হুমকি, সেই বাসচালক-হেলপার গ্রেপ্তার

বদরুন্নেসা কলেজের শিক্ষার্থীকে ধর্ষণের হুমকি দেয়া ঠিকানা পরিবহনের বাসচালক রুবেল ও হেলপার মেহেদী হাসানকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

রোববার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান।

তিনি বলেন, বদরুন্নেসা কলেজের শিক্ষার্থীকে ধর্ষণের হুমকি দেয়ায় তাদের গ্রেপ্তার করা হয়েছে।

এএসপি আ ন ম ইমরান খান বলেন, এ বিষয়ে সংবাদ সম্মেলন করে পরে বিস্তারিত জানানো হবে।

এর আগে শনিবার রাজধানীর শনির আখড়ায় ঠিকানা পরিবহনের একটি বাসে বদরুন্নেসা কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের এক ছাত্রী অর্ধেক ভাড়া দিতে চায়। কিন্তু চালকের সহকারী হাফ ভাড়া নিতে অস্বীকৃতি জানায়। একপর্যায়ে ওই ছাত্রীকে ধর্ষণের হুমকি দেয় বাসচালকের সহকারী।

ওই ঘটনার প্রতিবাদে রোববার সকাল ৯টার দিকে কলেজ প্রাঙ্গণে বিক্ষোভ করেন বদরুন্নেসার শিক্ষার্থীরা। তারা সড়ক অবরোধ করে বাসচালকের সহকারীকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের আল্টিমেটাম দেন।

Tags: