স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আগামী ৯ ডিসেম্বর নিউজিল্যান্ড যাবে বাংলাদেশ ক্রিকেট দল। আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে গণ্য করা প্রথম টেস্ট তৌরাঙ্গায় শুরু হবে আগামী ১ জানুয়ারি। আর সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট ক্রাইস্টচার্চে শুরু হবে আগামী ৯ জানুয়ারি।
এদিকে নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজ সামনে রেখে শনিবার ১৮ সদস্যদের দল ঘোষণা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বাংলাদেশের নিউজিল্যান্ড সিরিজের দল: মুমিনুল হক (অধিনায়ক), সাদমান ইসলাম, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন কুমার দাস, নুরুল হাসান সোহান, ইয়াসির আলী রাব্বি, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, আবু জায়েদ চৌধুরী রাহি, এবাদোত হোসেন, শরিফুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, শহিদুল ইসলাম, মাহমুদুল হাসান জয়, নাইম শেখ।