আশরাফ আলী, স্টাফ রিপোর্টারঃ
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের দায়ে ৭ প্রার্থীকে জরিমানা করেছে কিশোরগঞ্জের ভ্রাম্যমান আদালত।
মোবাইল কোর্ট পরিচালনাকালে কিশোরগঞ্জ সদর উপজেলার ২ নং লতিফাবাবদ ইউনিয়ন পরিষদ নির্বাচনের ০৩ নং ওয়ার্ডের ০৭ প্রার্থীকে জরিমানা করেছে মোবাইল কোর্ট।
মোবাইল কোর্ট পরিচালনাকালে ইউনিয়ন পরিষদ (নির্বাচন আচরণ) বিধিমালা, ২০১৬ ভঙ্গ করে নির্বাচনী এলাকায় অবস্থিত দেওয়ালে পোস্টার লাগানোর দায়ে ০৩ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মো: আরিফ খান (ফুটবল প্রতীক), মো: ইসমাইল হোসেন (মোরগ প্রতীক), মো: খোকন মিয়া (তালা-চাবি প্রতীক), মো: শামসুল আলম জুয়েল, (আপেল প্রতীক), মো: নজরুল ইসলাম (টিউবওয়েল প্রতীক) এবং সংরক্ষিত মহিলা আসন-১২৩ এর মহিলা মেম্বার পদপ্রার্থী মোছা: রোকিয়া খাতুন (হেলিকপ্টার প্রতীক) ও নাদিরা বেগম (সূর্যমুখী ফুল প্রতীক) প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে সর্বমোট পয়ত্রিশ হাজার টাকা জরিমানা করেন কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তরফদার মো: আক্তার জামীল।
মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/০৭-০৩-২০১৬ইং/মইনুল