muktijoddhar kantho logo l o a d i n g

কিশোরগঞ্জের খবর

কিশোরগঞ্জে নির্বাচন আচরণবিধি লঙ্ঘনের দায়ে ৭ জনকে জরিমানা

আশরাফ আলী, স্টাফ রিপোর্টারঃ

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের দায়ে ৭ প্রার্থীকে জরিমানা করেছে কিশোরগঞ্জের ভ্রাম্যমান আদালত।

মোবাইল কোর্ট পরিচালনাকালে কিশোরগঞ্জ  সদর উপজেলার ২ নং লতিফাবাবদ  ইউনিয়ন পরিষদ নির্বাচনের ০৩ নং ওয়ার্ডের ০৭ প্রার্থীকে জরিমানা করেছে মোবাইল কোর্ট।

kg-up-election (2)

মোবাইল কোর্ট পরিচালনাকালে ইউনিয়ন পরিষদ (নির্বাচন আচরণ) বিধিমালা, ২০১৬ ভঙ্গ করে নির্বাচনী এলাকায় অবস্থিত দেওয়ালে পোস্টার লাগানোর দায়ে ০৩ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মো: আরিফ খান (ফুটবল প্রতীক), মো: ইসমাইল হোসেন (মোরগ প্রতীক), মো: খোকন মিয়া (তালা-চাবি প্রতীক),  মো: শামসুল আলম জুয়েল, (আপেল প্রতীক), মো: নজরুল ইসলাম (টিউবওয়েল প্রতীক) এবং সংরক্ষিত মহিলা আসন-১২৩ এর মহিলা মেম্বার পদপ্রার্থী মোছা: রোকিয়া খাতুন (হেলিকপ্টার প্রতীক) ও নাদিরা বেগম  (সূর্যমুখী ফুল  প্রতীক) প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে সর্বমোট পয়ত্রিশ হাজার টাকা জরিমানা করেন কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তরফদার মো: আক্তার জামীল।

 

মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/০৭-০৩-২০১৬ইং/মইনুল 

Tags: