পাকিস্তানের বিপক্ষে মিরপুর টেস্ট বাঁচাতে পারল না বাংলাদেশ। প্রথম ইনিংসে ৮ উইকেট তুলে নিয়ে স্বাগতিকদের ফলোঅন করতে বাধ্য করেন সাজিদ খান। দ্বিতীয় ইনিংসেও ৪ উইকেট আদায় করলেন এই অফ স্পিনার। সাকিব আল হাসানের ফিফটির পরও ইনিংস ব্যবধানে হারল টাইগাররা।
বুধবার ঢাকা টেস্টের পঞ্চম ও শেষ দিনে ইনিংস ও ৮ রানের জয় তুলে নেয় পাকিস্তান।
চট্টগ্রামে প্রথম টেস্টে বাংলাদেশ হেরেছিল ৮ উইকেটে। ফলে দুই ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হলো মুমিনুল হকের দল। এর আগে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হয়েছিল স্বাগতিকেরা।
Tags: