muktijoddhar kantho logo l o a d i n g

জাতীয়

মাওলানা না থাকায় মোনাজাত করলেন মন্ত্রী

সুনামগঞ্জ পৌর শহরের জেলরোড এলাকায় অটিস্টিক ও বুদ্ধিপ্রতিবন্ধী স্কুলের মো. নুরুল হক ভবনের উদ্বোধন করেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান।

বৃহস্পতিবার দুপুরের ওই উদ্বোধন শেষে অনুষ্ঠানে কোনো মাওলানা না থাকায় সবাইকে চমকে দিয়ে মন্ত্রী নিজেই মোনাজাত ধরেন।

মোনাজাতে মন্ত্রী বলেন— হে আল্লাহ সব অটিস্টিক ও বুদ্ধিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের তুমি মার্জনা করো, তারা যাতে এখান থেকে জ্ঞান অর্জন করতে পারে। তারা যাতে নিজের বুঝ বুঝতে পারে সেই ধারণক্ষমতা দাও।

মোনাজাতে তিনি আরও বলেন— হে আল্লাহ পৃথিবীর সব মানুষকে তুমি ভালো রেখো, করোনাসহ বড় বড় রোগ থেকে রক্ষা করো, সোনার বাংলা গড়তে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আমরা যেভাবে দিনরাত পরিশ্রম করছি সেটা সফল করো। আমিন।

এ সময় উপস্থিত ছিলেন— সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন, সুনামগঞ্জ জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেন, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি নুরুল হুদা মুকুট, অতিরিক্ত পুলিশ সুপার জয়নাল আবেদীন, সুনামগঞ্জ পৌর কলেজের অধ্যক্ষ শেরগুল আহমদ প্রমুখ।

মোনাজাত শেষে মন্ত্রী আলোচনা সভায় যোগদান করেন।

Tags: