মঙ্গলবার দুঃখ ভরাক্রান্ত মন নিয়ে গণমাধ্যমের সামনে এসেছিলেন আকরাম খান। কথা বলার জন্য প্রস্তুত ছিলেন না, এসে জানিয়েছিলেন সেটাই। বলেছিলেন বিসিবি সভাপতির সাথে কথা বলে জানাবেন চূড়ান্ত সিদ্ধান্ত। এর আগে তার স্ত্রী সাবিনা আকরাম খান সোমবার এক ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে জানিয়েছিলেন আকরাম খান পরিবারের সাথে বসে সিদ্ধান্ত নিয়েছেন ক্রিকেট অপারেশন্সে না থাকার।
গণমাধ্যমের মুখোমুখি হয়ে গতকাল আকরাম খান জানান, ‘এটা একটা পারিবারিকভাবে নেওয়া সিদ্ধান্ত। ৮ বছর ধরে আমি এই পদে আছি। তবে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন, যিনি বিসিবিতে ভালো মন্দ সবকিছুতে আমার অভিভাবকের মতো ছিলেন, তার সাথে কথা বলে তার মতামত নিয়েই আমি চুড়ান্তভাবে আপনাদের সিদ্ধান্ত জানাতে চাই।’
আজ বিসিবিতে জরুরী সভা শেষে গণমাধ্যমের মুখোমুখি হন সভাপতি নাজমুল হাসান পাপন। আকরাম খান ইস্যুতে পাপন জানালেন, ‘আমরা তো নতুন কমিটিই গঠন করিনি, ও চাকরি ছাড়বে কি? ও বলেছে আপনি যদি বলেন তাহলে আমার থাকতে আপত্তি নাই। তাই আকরামের পদত্যাগ করারও সুযোগ নেই।’
সেইসাথে বিসিবি সভাপতি জানিয়েছেন আকরাম খান তার পদে অনেক বেশী সফল। আকরামের সাথে কথা বলে বিসিবি সভাপতির মনে হয়েছে যে, আকরামের কাজের চাপ কিছুটা বেশী হয়ে যাচ্ছে, পরিবারকে সময় দিতে পারছে না। সেকারণে আকরাম হয়তো অন্য কোনো পদে থাকতে চান।