muktijoddhar kantho logo l o a d i n g

খেলার খবর

বাংলাদেশি তারকা ক্রিকেটারকে ফিক্সিংয়ের প্রস্তাব

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শুরুর আগেই দেশের এক তারকা ক্রিকেটারকে ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব দিয়েছে জুয়াড়িরা। ওই ক্রিকেটার বিষয়টি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) জানিয়েছেন।

এ ব্যাপারে বিসিবির প্রধান নির্বাহী (সিইও) কর্মকর্তা নিজামুদ্দিন চৌধুরী সুজন বলেন, কোনো ক্রিকেটার আমাদের দুর্নীতি দমন ইউনিটকে কিছু রিপোর্ট করেছেন কিনা, সে ব্যাপারে আমি কোনো মন্তব্য করতে চাই না। এ ব্যাপারে আমাদের একটি ডিপার্টমেন্ট আছে। আশা করি, তারা উপযুক্ত ব্যবস্থা নেবে এবং আমাদের অবহিত করবে।

ক্রিকেট বোর্ডের এই সিইও মিডিয়াকে জানান, সব ক্রিকেটারকে এ ধরনের ঘটনা যথাসময়ে জানানোর ব্যাপারে সচেতন করা হয়েছে। ক্রিকেটাররা এগিয়ে এলে এ জাতীয় সমস্যা মোকাবেলা করা আমাদের জন্য সহজ হয়ে যায়।

আগামী ২১ জানুয়ারি বিপিএলের সপ্তম আসর মাঠে গড়ানোর কথা। তার আগে ২৭ ডিসেম্বর সোমবার রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত হবে প্লেয়ার্স ড্রাফট। প্লেয়ার বেচা-কেনার এ আসর থেকেই পছন্দের তারকাকে দলে ভেড়াবে ছয়টি ফ্র্যাঞ্চাইজি।

Tags: