অন-ফিল্ড আম্পায়ার করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় যুব এশিয়া কাপে বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ চলাকালে বাতিল হয়েছে। দুই দলকে সমান ১ পয়েন্ট ভাগাভাগি করে সন্তুষ্ট থাকতে হয়। তাতে সেমিফাইনালে ওঠার পথে কোনো সমস্যা হয়নি।
‘বি’ গ্রুপ থেকে বাংলাদেশ ও শ্রীলঙ্কার সমান ৫ কিন্তু নেট রানরেটে এগিয়ে থাকায় গ্রুপ চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। বাংলাদেশের নেট রান রেট ৩.৮১০ আর শ্রীলঙ্কার ৩.৩৪০। এক নম্বরে থাকায় বাংলাদেশ ‘এ’ গ্রুপের রানার্সআপ ভারতকে সেমিফাইনাল প্রতিপক্ষ হিসেবে পেয়েছে।
মঙ্গলবার (২৮ ডিসেম্বর) শারজায় বাংলাদেশের ব্যাটিং চলাকালে ম্যাচটি বাতিল হয়। বিসিবির গেম ডেভেলপমেন্ট বিভাগের ম্যানেজার আবু ইনাম মোহাম্মদ কাউসার রাইজিংবিডিকে মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘একজন ফিল্ড আম্পায়ার আজ করোনা পজিটিভ হয়েছেন। এ কারণে খেলা বাতিল ঘোষণা করা হয়। নেট রান রেট অনুযায়ী আমরা গ্রুপ চ্যাম্পিয়ন। ৩০ ডিসেম্বর সেমিফাইনালে আমরা ভারতের বিপক্ষে খেলব।’
চলমান এশিয়া কাপে শুরু থেকেই দুর্দান্ত খেলছে রাকিবুল হাসানের দল। নেপালকে ১৫৪ রানে হারিয়ে টুর্নামেন্ট শুরুর পর দ্বিতীয় ম্যাচে কুয়েতকে উড়িয়ে দিয়েছে ২২৭ রানে। শ্রীলঙ্কার বিপক্ষেও ব্যাট হাতে খেলছিল দারুণ, কিন্তু করোনার কারণে ম্যাচের ফল হয়নি। এবার যুবাদের মিশন ভারতকে সেমিফাইনালে হারিয়ে ফাইনালের টিকিট কাটা।
‘এ’ গ্রুপে থাকা ভারতের যুবারা খুব একটা সুবিধা করতে পারেনি। তিনটি ম্যাচের সবকটিতে জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে পাকিস্তান। ভারত পাকিস্তানের কাছে হেরেছে ২ উইকেটে। আর বাকি দুই ম্যাচের মধ্যে আরব আমিরাতকে ১৫৪ রানে হারানোর পর আফগানিস্তানের বিপক্ষে জয় পায় ৪ উইকেটে।
এশিয়া কাপের জন্য বিমান ধরার আগে ভারতের বিপক্ষে ত্রিদেশীর সিরিজে চ্যাম্পিয়ন হয়েছিল রাকিবুল-নাবিলরা। সেই সুখস্মৃতি নিয়েই ভারতের বিপক্ষে ফাইনালে ওঠার মহারণে নামবে যুবারা।