চট্টগ্রামের পাঁচলাইশ থানার ছাত্রলীগ কর্মী নূরুল আলম রাজুকে হত্যার দায়ে ৬ জনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ১০ হাজার টাকা অর্থদন্ডের আদেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক এ কে এম মোজাম্মেল হক এই রায় ঘোষণা করেন। রায়ে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- খোরশেদ, জহির, রকি, আইয়ুব, দীপু ও ইমন।
রায় শেষে ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর আইয়ুব খান গণমাধ্যমের কাছে বলেন, মামলাটির ২২ আসামির মধ্যে ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা করে অর্থদণ্ড করেছেন আদালত। দোষ প্রমাণ না হওয়া খালাস পেয়েছেন ১৪ জন। আর বাকি ২ আসামি শিশু হওয়ায় অন্য আদালতে তাদের বিচারকার্য চলছে।
উল্লেখ্য, ২০১৪ সালের ২৩ নভেম্বর পাঁচলাইশ থানাধীন বিবিরহাট এলাকার নিজ বাসা থেকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা করা হয় ছাত্রলীগকর্মী রাজুকে। এ ঘটনায় নিহতের ভাই কুতুবুল আলম বাদী হয়ে পাঁচলাইশ থানায় একটি মামলা করেন। প্রায় ৭ বছর ধরে চলমান বিচারকার্য শেষে অবশেষে আজ এই মালার রায় ঘোষণা করে আদালত।
দন্ডপ্রাপ্ত আসামিদের মধ্যে ইমন আর দীপু ছাড়া বাকিরা এখনও পলাতক রয়েছে।