muktijoddhar kantho logo l o a d i n g

জাতীয়

দুদকে মাউশির মহাপরিচালক

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে (মাউশি) মহাপরিচালক প্রফেসর ড. সৈয়দ মো. গোলাম ফারুকের বক্তব্য নিচ্ছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

কর্মকর্তাদের দুর্নীতির বিরুদ্ধে কী ব্যবস্থা নেয়া হয়েছে, তা জানাতে দুর্নীতি দমন কমিশন (দুদক) কার্যালয়ে তিনি হাজির হয়েছেন বলে জানা গেছে।

বুধবার বেলা ১১টায় রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে আসেন গোলাম ফারুক। বৈঠকে দুদকের প্রতিরোধ শাখার মহাপরিচালক একেএম সোহেলসহ সংশ্নিষ্ট পদস্থ কর্মকর্তারা উপস্থিত আছেন।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা আরিফ সাদেক।

জানা যায়, মাউশি কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করে এ পর্যন্ত মাউশি মহাপরিচালকের ডিজির কাছে ২৪০টি চিঠি পাঠিয়েছে দুদক। তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে কমিশনকে জানানোর কথাও বলা হয় সেসব চিঠিতে। তবে মাউশির পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি।

সূত্র জানায়, পরবর্তীতে মাউশি কোনো তদন্ত করেছে কি না, করা হলে সে অনুযায়ী কোনো ব্যবস্থা নেয়া হয়েছে কি না এবং তদন্ত না করা হলে ওইসব অভিযোগ কী অবস্থায় আছে- বৈঠকে এসবই মাউশি ডিজির কাছে জানতে চাইবে দুদক কর্মকর্তারা।

এর আগে মাউশি ডিজিকে তলব করে বুধবার বেলা ১১টায় দুদকের প্রধান কার্যালয়ে হাজির হতে বলে সংস্থাটি।

Tags: