muktijoddhar kantho logo l o a d i n g

জাতীয়

সংসদ অধিবেশন শুরু ১৬ জানুয়ারি

চলমান একাদশ জাতীয় সংসদের ১৬তম ও ২০২২ সালের প্রথম অধিবেশন আগামী ১৬ জানুয়ারি শুরু হবে। ওই দিন বিকেল ৪টায় অধিবেশন শুরু হবে। এটি সংসদের শীতকালীন অধিবেশন।

শনিবার (১ জানুয়ারি) এই তথ্য জানান সংসদ সচিবালয়ের পরিচালক (গণসংযোগ) মো. তারিক মাহমুদ।

তিনি জানান, রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ১৬ জানুয়ারি (রোববার) একাদশ জাতীয় সংসদের ১৬তম অধিবেশন আহ্বান করেছেন। জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে অধিবেশন শুরু হবে।

রাষ্ট্রপতি সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এই অধিবেশন আহ্বান করেছেন বলেও জানান তিনি।

এর আগে ২০২১ সালের ২৮ নভেম্বর শেষ হয় জাতীয় সংসদের ১৫তম অধিবেশন। ওই অধিবেশনে কার্যদিবস ছিল নয়টি। ২৮ নভেম্বর অধিবেশন সমাপ্তি সম্পর্কে রাষ্ট্রপতির আদেশ পড়ে শোনান স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

Tags: