শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, ইসলাম ধর্ম কখনই জঙ্গিবাদকে সমর্থন করে না। আর যারা ধর্ম নিয়ে ছিনিমিনি খেলে তারা ইসলাম তথা মানবতার শত্রু। আজ শুক্রবার পিরোজপুরের নেছারাবাদে ছারছিনা দরবার শরীফে বার্ষিক মাহফিলের দ্বিতীয় দিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শিল্পমন্ত্রী বলেন, জাতির জনক বঙ্গবন্ধু একজন খাঁটি মুসলমান ছিলেন বলে কোন প্রকার প্রচারণা ছাড়াই ইসলামী ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছিলেন, তুরাগ নদীর তীরে বিশ্ব ইজতেমার জন্য জমি বরাদ্দ দিয়েছিলেন, কাকরাইল মসজিদ নির্মাণ করেছিলেন। তার সুযোগ্য উত্তরসূরি প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিটি উপজেলায় একটি বড় মসজিদ নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেছেন এবং সে পরিকল্পনা বাস্তবায়নে এগিয়ে যাচ্ছেন।
এ ছাড়াও তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর সরকারের জন্য দোয়া কামনা করে বলেন, এই লাখ লাখ মানুষের দোয়ায় ইনশাল্লাহ মসজিদ তৈরীর পরিকল্পনা বাস্তবায়িত হবে।
মোনাজাতের আগে বক্তব্য রাখেন সংসদ সদস্য তালুকদার মো. ইউনুচ ও একেএমএ আউয়াল। মোনাজাত পরিচালনা করেন ছারছিনার বর্তমান পীর শাহ মোঃ মোহেবুল্লাহ।