muktijoddhar kantho logo l o a d i n g

জাতীয়

হ্যাক করে অর্থ চুরি : তদন্ত প্রতিবেদন পাওয়ার পরেই পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ

আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, হ্যাক করে কেন্দ্রীয় ব্যাংকের অর্থ চুরির ঘটনায় সম্পূর্ণ তদন্ত প্রতিবেদন পাওয়ার পরেই এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে। শুক্রবার রাজধানীর বিয়াম মিলনায়তনে দুই দিনের সার্ক টেক সামিট-২০১৬ এর উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, চুরি কিভাবে হয়েছে বিষয়টি এখনও স্পষ্ট নয়, তদন্তাধীন রয়েছে। তদন্তের মাধ্যমে পুরো ঘটনা বের হলে বলা যাবে-বিচার বাংলাদেশে নাকি অন্য কোথায় হবে?

তিনি আরো বলেন, আইনের দিক দেখলে বলতে হবে এটি একটি আন্তর্জাতিক সন্ত্রাসী কার্যক্রম। আমেরিকার ব্যাংক, টাকা বাংলাদেশের, গেছে ফিলিপাইন আর শ্রীলঙ্কায়। সে ক্ষেত্রে আমাদের আইন ও অন্যান্য দেশের আইন কতটা কার্যকর হবে সেটা তদন্তের পর বলা যাবে। সে পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে।

অনুষ্ঠানে এফবিসিসিআই প্রেসিডেন্ট আবদুল মাতলুব আহমাদ, ভারতের ইনফো ডট কমের চেয়ারম্যান ডি ডি পুরাকায়স্ত ও সিটিও ফোরাম বাংলাদেশের প্রেসিডেন্ট তপন কান্তি সরকার, সার্ক চেম্বার অব কর্মাস অ্যান্ড ইন্ডাস্ট্রিজের প্রেসিডেন্ট সুরজ বাইদা প্রমুখ বক্তব্য রাখেন।

Tags: