muktijoddhar kantho logo l o a d i n g

আইন আদালত

কক্সবাজারে হত্যা মামলায় যুবকের মৃত্যুদণ্ড, ৪ জনের যাবজ্জীবন

কক্সবাজারে গুলি করে হত্যার ঘটনায় এক যুবকের মৃত্যুদণ্ড ও চারজনের যাবজ্জীন কারাদণ্ড দিয়েছেন আদালত। দণ্ডপ্রাপ্তদের প্রত্যেককে এক লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে এক বছর বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আবদুল্লাহ আল মামুন এ রায় দিয়েছেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত যুবকের নাম আবদুল খালেক (৩৮)। তিনি কক্সবাজার সদরের ঝিলংজা চান্দের পাড়ার কালু মাঝির ছেলে।

যাবজ্জীবনপ্রাপ্তরা হলেন- মোহাম্মদ কাজল, আমির হামজা, সলিম উল্লাহ ও আবদুল গাফফার।

এছাড়াও অভিযোগ প্রমাণিত না হওয়ায় আবদুল জলিল, আশফাকুর রহমান মিল্কী ও ওবায়দুল হক বেকসুর খালাস পেয়েছেন।

মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী মোজাফফর আহমদ হেলালী জানান, ২০০২ সালের ২৯ জুলাই রাত আড়াইটার দিকে কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা লারপাড়া কেন্দ্রীয় বাস টার্মিনালের দক্ষিণ পাশের একটি গাড়ি নিয়ে যাওয়ার চেষ্টা করে আসামিরা। বিষয়টি দেখে আক্তার উদ্দিন নামের এক যুবক বাধা দেন। এতে তার সঙ্গে বাগবিতণ্ডা হয়। পরে রাত ৩টার দিকে আসামিরা আক্তার উদ্দিনকে গুলি করে হত্যা করে।

তিনি আরও জানান, ২০০৩ সালের ৩ জুন মামলা চার্জ গঠন করে আদালত। পরে মামলার চার্জশিটভুক্ত ২০জন সাক্ষীর মধ্যে ১৫ জনের সাক্ষগ্রহণ শেষে এ রায় ঘোষণা করেন।

Tags: