muktijoddhar kantho logo l o a d i n g

নির্বাচন

নির্বাচন পরিস্থিতি নিয়ে মন্তব্য করতে নারাজ ইসি মাহবুব

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন নির্বাচন কমিশনার (ইসি) মাহবুব তালুকদার।

শনিবার দুপুর ১২ টার পর আদর্শ স্কুল কেন্দ্র পরিদর্শনে যান তিনি।

এ সময় মাহবুব তালুকদার সাংবাদিকদের বলেন, ‘ভোট যত বেশি পড়বে আমি তত বেশি খুশি হবো।’

তিনি বলেন, ‘আমাদের বিদায় লগ্নে আমি একটা ভালো নির্বাচন দেখতে চাই। এ জন্য আমি এখানে এসেছি।’

ভোটের পরিবেশ নিয়ে এক প্রশ্নের জবাবে এই নির্বাচন কমিশনার বলেন, ‘এখন আমি কিছু বলবো না। ৪টার পর মন্তব্য করবো। কোনো অভিযোগ থাকলে আপনারা জানান।’

রবিবার সকাল ৮টা থেকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়। কোনো ধরনের বিরতি ছাড়াই চলবে বেলা ৪টা পর্যন্ত।

নারায়ণগঞ্জ সিটির তৃতীয় এই নির্বাচনে মেয়র পদে সাতজন, সাধারণ কাউন্সিলর পদে ১৪৮ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে ৩৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

মেয়রপদে মূল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে বর্তমান মেয়র নৌকা প্রতীকের প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী এবং হাতি প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকারের মধ্যে।

Tags: