পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, ‘র্যাব তৈরি করেছে আমেরিকা ও ব্রিটিশরা। যুক্তরাষ্ট্রই তাদের প্রশিক্ষণ দিয়েছে, শিখিয়েছে তাদের রুলস অ্যান্ড এনগেজমেন্ট। তাদের যদি রুলস অ্যান্ড এনগেজমেন্টে কোনো দুর্বলতা থাকে; এই রুলস অ্যান্ড এনগেজমেন্টে যদি মানবাধিকার লঙ্ঘন হয়, অবশ্যই সেখানে নতুন করে ট্রেনিং দেওয়া হবে।’
আজ শুক্রবার দুপুর ২টার দিকে সুনামগঞ্জের দিরাই উপজেলার নগদীপুর গ্রামের ছয়হারা ইসলামিয়া আরাবিয়া মাদ্রাসা, সৈয়দ মনোহর আলী অষ্টগ্রাম মহাবিদ্যালয় ও শিরিলব চৌধুরী চাইল্ড কিন্ডারগার্টেন পরিদর্শনকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
আব্দুল মোমেন আরও বলেন, ‘কোনো ব্যক্তি বিশেষের ওপর হঠাৎ করে এই যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, সেটা কিন্তু খুব জাস্টিফাইড না। ওরা বলেছে যে, গত ১০ বছরে ৬০০ জন মিসিং হয়েছে। আমেরিকাতে প্রতি বছর এক লাখ মানুষ মিসিং হয়। এর দায়-দায়িত্ব কে নেবে? আর আমাদের দেশে মিসিং যারা হয়, পরবর্তীতে দেখা যায় আবার সে বের হয়ে আসছে।’
ড. মোমেন বলেন, `আমাদের র্যাব কাজে-কর্মে অত্যন্ত দক্ষ, ইফেক্টিভ, ভেরি ইফিসিয়েন্ট। র্যাব দুর্নীতিগ্রস্ত নয়। এ জন্যই তারা জনগণের আস্থা অর্জন করেছে। আমাদের দেশে সন্ত্রাস তাদের কারণেই কমে গেছে। র্যাবের কারণে গত কয়েক বছরে হলি আর্টিসানের পর আর কোনো সন্ত্রাসী তৎপরতা হয়নি। স্বয়ং ইউএস স্ট্যাট অব ডিপার্টমেন্ট সেটা স্বীকার করেছে।‘
পররাষ্ট্রমন্ত্রী বলেন, কিছু লোক আছে যারা আইনশৃঙ্খলা পছন্দ করে না, যারা সন্ত্রাস পছন্দ করে কিংবা অন্য ধরনের ড্রাগ পছন্দ করে, তারাই র্যাবকে পছন্দ করে না। কারণ র্যাব তাদের বিরুদ্ধে কাজ করে। সব দেশেই আইনশৃঙ্খলা বাহিনীর হাতে কিছু মৃত্যু হয়। বাংলাদেশেও কিছু হয়েছে। আগে বেশি ছিল এখন খুব কম হয়েছে।