ভূমিকম্পে পুরান ঢাকার বংশালে একটি ছয় তলা ভবন হেলে পড়েছে বলে পুলিশ জানিয়েছে। এতে কেউ হতাহত হননি।
বংশালের ২৪৯/১ নম্বর ওই ভবনের পুরোটাজুড়ে জুতা ও ব্যাগের কারখানা।
ভবনটি পাশের একটি ভবনের দিকে হেলে পড়েছে বলে বংশাল থানার ওসি আব্দুল কুদ্দুস জানিয়েছেন।
তিনি বলেন, স্থানীয়দের কাছে খবর পেয়ে পুলিশ গিয়ে ওই ভবন থেকে কারখানার সবাইকে নামিয়ে দিয়ে ফটকে তালা লাগিয়ে দিয়েছে।
শনিবার বেলা ১২টা ১১ মিনিটে ঢাকাসহ সারা দেশে জোরালো ভূমিকম্প অনুভূত হয়।
নেপালের লামজুংয়ের ২৯ কিলোমিটার দক্ষিণ পূর্বে ৭ দশমিক ৯ মাত্রার এই ভূমিকম্পের উৎপত্তি হয় বলে ইউএসজিএস জানিয়েছে। ভূমিকম্পের উৎপত্তিস্থল ঢাকা থেকে ৭৪৫ কিলোমিটার উত্তরপশ্চিমে বলে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে।
মুক্তিযোদ্ধার কন্ঠ/ এম ইউ