muktijoddhar kantho logo l o a d i n g

জাতীয়

দেশের সার্বভৌমত্ব ও শৃঙ্খলা রক্ষায় ক্যাডেটরা সুনাম অর্জন করেছে : সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনীর জেনারেল আবু বেলাল মুহাম্মদ শফিউল হক বলেছেন, দেশের সার্বভৌমত্ব ও শৃঙ্খলা রক্ষায় রাজশাহী ক্যাডেট কলেজ (আরসিসি)’র ক্যাডেটরা সুনাম অর্জন করেছে।
তিনি বলেন, ক্যাডেটরা সারা দেশে বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডে অংশগ্রহণের মাধ্যমে দেশে ও বিদেশে সুখ্যাতি ও সুনাম অর্জন করেছে। এ সময় তিনি ক্যাডেটদের অর্জিত সুনাম ও খ্যাতি তুলে ধরে সামনে এগিয়ে নেওয়ার আহ্বান জানান।
শনিবার রাজশাহী ক্যাডেট কলেজ ক্যাম্পাসে তিনদিন ব্যাপী সুবর্ণজয়ন্তী উৎসব ও রাজশাহী ক্যাডেট কলেজের সাবেক ক্যাডেট এসোসিয়েশন (ওআরসিএ)’র ১২তম পুনর্মিলনি অনুষ্ঠানের উদ্বোধনকালে সেনাপ্রধান প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
প্রধান অতিথি হিসেবে সেনাপ্রধান রাজশাহী ক্যাডেট কলেজে পৌঁছালে কলেজের অধ্যক্ষ লে. কর্নেল. হাবিব উল্লাহ তাকে স্বাগত জানান।
অনুষ্ঠানের শুরুতে সেনাপ্রধান বর্তমান ক্যাডেটদের কুচকাওয়াজ পরিদর্শন করেন এবং সালাম গ্রহণ করেন। এরপর তিনি কেক কেটে সুবর্ণজয়ন্তী উৎসবের উদ্বোধন করেন। অনুষ্ঠানের প্রথমদিনে কলেজের সাবেক ও বর্তমান ক্যাডেটদের পদচারণায় অনুষ্ঠান প্রাণবন্ত হয়ে ওঠে।
– বাসস।

Tags: