muktijoddhar kantho logo l o a d i n g

জাতীয়

গ‍্যাস-বিদ‍্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত হয়নি : অর্থমন্ত্রী

করোনা সংকটকালে গ্যাস, সার, বিদ্যুতের মূল্যবৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়নি বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। আজ রোববার সরকারি ক্রয়- সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

নতুন করে গ্যাস-বিদ্যুতের মূল্যবৃদ্ধির কারণে জনগণের ওপর কী ধরনের চাপ পড়বে, জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, গ্যাস-বিদ্যুতের দাম বাড়ানোর বিষয়ে আমার এখান থেকে কোনো উদ্যোগ নেওয়া হয়নি, বিষয়টি আমি এখনো জানি না। দাম বাড়ানোর বিষয়ে জানলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।

জেলা চেম্বার সভাপতিরা অভিযোগ করেছেন মাঠপর্যায়ে তারা হয়রানির শিকার হচ্ছেন- এ বিষয়ে জানতে চাইলে মুস্তফা কামাল বলেন, ‘আমার কাছে আসুক। এফবিসিসিআইর যদি কোনো অভিযোগ থাকে তাহলে ডেফিনেটলি আমাদের মন্ত্রণালয়ে এসে বলবে। অভিযোগগুলো আমরা টেক কেয়ার করবো ‘

তিনি বলেন, ‘আমাদের সরকার জনগণের সরকার। এ দেশের সব মানুষকে নিয়েই আমাদের চলাচল, আমি মনে করি কখনো এই চলার পথ বিঘ্নিত হবে না। আমরা ইনশাআল্লাহ সবাইকে নিয়েই এগিয়ে যাবো।’

Tags: