muktijoddhar kantho logo l o a d i n g

খেলার খবর

৬ মাস আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলবেন না তামিম

আন্তর্জাতিক ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাট টি-টোয়েন্টি থেকে ৬ মাসের জন্য বিরতি নিলেন তামিম ইকবাল।

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) নিজের ফ্র্যাঞ্চাইজি ঢাকার হয়ে এক সংবাদ সম্মেলনে এসে এমনটি নিজেই জানান দেশ সেরা এই ওপেনার।

ছয় মাস পর জাতীয় দল যদি তাকে প্রয়োজন মনে করে এবং তিনি যদি ফিট থাকেন তাহলে জাতীয় দলের হয়ে টি-টোয়েন্টিতে ফেরার কথা ভাববেন তামিম। তবে এই সময়ে তিনি টেস্ট ও ওয়ানডে খেলা চালিয়ে যাবেন।

তামিম জাতীয় দলের হয়ে সর্বশেষ টি-টোয়েন্টি খেলেছেন ২০২০ সালের মার্চে জিম্বাবুয়ের বিপক্ষে।

গত অক্টোবর-নভেম্বরে টি-টোয়েন্টি বিশ্বকাপের বাংলাদেশ দল ঘোষণার আগেই তরুণদের সুযোগ দেওয়ার জন্য নিজেকে সরিয়ে রাখেন তামিম।

Tags: