muktijoddhar kantho logo l o a d i n g

কিশোরগঞ্জের খবর

পিকআপে কাঠের পাটাতনের নিচে ২ মণ গাঁজা, যুবক ধরা

কিশোরগঞ্জের ভৈরবে ৮৪ কেজি গাঁজা ও একটি পিকআপসহ মাজাহারুল ইসলাম বাবু (২৪) নামে একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। শুক্রবার (২৮ জানুয়ারি) দুপুরে নাটালের মোড় এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।

আটক হওয়া মাজাহারুল ইসলাম বাবু নেত্রকোনা সদর উপজেলার পশ্চিম কাটলী গ্রামের মৃত বাবুল মিয়ার ছেলে।

র‌্যাব-১৪ ভৈরব ক্যাম্পের কোম্পানী কমান্ডার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুপুর আড়াইটার দিকে র‌্যাব নাটালের মোড়ে অভিযান পরিচালনা করে। অভিযানে বাবুকে আটক করে তার দখলে থাকা পিকআপটি তল্লাসি করে পিকআপের বডির আলাদা কাঠের পাটাতন তৈরি করে অভিনব কায়দায় রাখা ৮৪ কেজি গাঁজা উদ্ধার করে জব্দ করা হয়।

মাদক ব্যবসায়ী মাজাহারুল ইসলাম বাবু দীর্ঘদিন যাবৎ ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবর্তী এলাকা হতে চোরাচালানের মাধ্যমে মাদকদ্রব্য গাঁজা দেশের অভ্যন্তরে বিভিন্ন স্থানে বিভিন্ন ব্যক্তির কাছে বিক্রয় করে বলে স্বীকার করে।

এ ব্যাপারে ভৈরব থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী মামলা দিয়ে তাকে পুলিশে সোপর্দ করা হয়েছে।

Tags: