muktijoddhar kantho logo l o a d i n g

জাতীয়

বাংলাদেশ ব্যাংকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে : অর্থমন্ত্রী

যুক্তরাষ্ট্রের ব্যাংকে রক্ষিত টাকা চুরির ঘটনায় বাংলাদেশ ব্যাংকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। ভারতীয় হাইকমিশনের সঙ্গে আজ রবিবার দুপুরে সচিবালয়ে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ সব কথা বলেন অর্থমন্ত্রী। বাংলাদেশ ব্যাংকের ভূমিকায় বিরক্তি প্রকাশ করে অর্থমন্ত্রী বলেন, দেড় মাস আগে রিজার্ভ হ্যাকডের ঘটনা ঘটলেও আমাকে তা জানানো হয়নি। এ জন্য আমি আনহ্যাপি।

এ ঘটনায় বাংলাদেশ ব্যাংকের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে তারা যেভাবে ব্যবস্থা নিয়েছে সেটা অদক্ষতার পরিচয় বহন করে। দুপুরের পর প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করে বাংলাদেশ ব্যাংকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায় সে বিষয়ে জানানো হবে। মুহিত বলেন, বিষয়টি নিয়ে আমি বিকেলে অথবা কালকে সোমবার গণমাধ্যমে বিবৃতি দেব। তবে এর আগে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করব। এর আগে অর্থ মন্ত্রণালয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে বৈঠক করেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা।

Tags: