কিশোরগঞ্জের ভৈরব রেলওয়ে জংশন স্টেশন থেকে ইউএনও’র মানিব্যাগ ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ঘটনার চারদিন অতিবাহিত হলেও ছিনতাই হওয়া মানিব্যাগ উদ্ধার করতে পারেনি রেলওয়ে পুলিশ।
জানা যায়, গত ২৬ জানুয়ারি বুধবার দুপুরে আন্ত:নগর চট্টলা ট্রেনে বিশেষ কাজে ঢাকা যাওয়ার জন্য রেলওয়ে স্টেশনে আসেন ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সাদিকুর রহমান সবুজ। ইউএনও’র নিরাপত্তায় নিয়োজিত আনসার সদস্যরাও এ সময় সঙ্গে ছিলেন। ওই দিন চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্ত:নগর চট্টলা ট্রেনটি ভৈরব স্টেশনে পৌঁছতে ১ ঘণ্টা বিলম্ব হয়। ট্রেন স্টেশনে পৌঁছার পর ইউএনও স্টেশনের মুল ফটক বরাবর ১নং প্লাটফর্মে চট্টলা ট্রেনে উঠার সময় তার পকেট থেকে মানিব্যাগ নিয়ে দৌড়ে পালিয়ে যায় এক ছিনতাইকারী।
এদিকে সিসি ক্যামেরা থাকার পরও ভৈরবের ইউএনও’র মানিব্যাগ ছিনতাই হওয়ার বিষয়টি দুঃখজনক বলে মন্তব্য করেছেন কয়েকজন সাধারণ যাত্রী। প্রতিনিয়তই ভৈরব স্টেশনের একটি সংঘবদ্ধ চক্র যাত্রীদের মানিব্যাগ, মোবাইল ফোনসহ মূল্যবান জিনিসপত্র ছিনতাই করে নিয়ে গেলেও রেলওয়ে পুলিশ নির্বিকার বলেও অভিযোগ করেন তারা।
ভুক্তভোগী ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সাদিকুর রহমান সবুজ জানান, ট্রেনে উঠার মুহূর্তে পকেট থেকে মানিব্যাগ নিয়ে যায়। মানিব্যাগে ৫৫ হাজার টাকা, ক্রেডিট কার্ড ও ডেভিড কার্ডসহ প্রয়োজনীয় কাগজপত্র ছিল। এ বিষয়ে পরবর্তীতে মামলা করবেন বলে জানান তিনি।
এ ঘটনায় ভৈরব রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদাউস আহাম্মেদ বিশ্বাস ঘটনার সত্যতা স্বীকার করে জানান, মানিব্যাগ উদ্ধারের জন্য চেষ্টা করছে পুলিশ।