আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তৃতীয় ধাপে ৬৮৫ ইউপিতে ভোট গ্রহণ করা হবে আগামী ২৩ এপ্রিল।
নির্বাচন কমিশনের (ইসি) জনসংযোগ পরিচালক এস এম আসাদুজ্জান এ তথ্য জানান।
আসাদুজ্জামান জানান, তৃতীয় ধাপে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ২৭ মার্চ। যাচাই-বাছাই ২৯ ও ৩০ মার্চ। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৬ এপ্রিল।
এর আগে দুই ধাপের নির্বাচনের তফসিল ঘোষণা করে ইসি। প্রথম ধাপে নির্বাচন অনুষ্ঠিত হবে ২২ মার্চ। দ্বিতীয় ধাপে নির্বাচন হবে ৩১ মার্চ।
ইসি সূত্রে জানা যায়, সংশ্লিষ্ট ইউপির তালিকাসহ এ সংক্রান্ত ভোটের সময়সূচি জারি করে মাঠ কর্মকর্তাদের নির্দেশনা পাঠানো হয়েছে।
নির্বাচন কমিশনের (ইসি) জনসংযোগ পরিচালক এস এম আসাদুজ্জান এ তথ্য জানান।
আসাদুজ্জামান জানান, তৃতীয় ধাপে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ২৭ মার্চ। যাচাই-বাছাই ২৯ ও ৩০ মার্চ। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৬ এপ্রিল।
এর আগে দুই ধাপের নির্বাচনের তফসিল ঘোষণা করে ইসি। প্রথম ধাপে নির্বাচন অনুষ্ঠিত হবে ২২ মার্চ। দ্বিতীয় ধাপে নির্বাচন হবে ৩১ মার্চ।
ইসি সূত্রে জানা যায়, সংশ্লিষ্ট ইউপির তালিকাসহ এ সংক্রান্ত ভোটের সময়সূচি জারি করে মাঠ কর্মকর্তাদের নির্দেশনা পাঠানো হয়েছে।
Tags: