কিশোরগঞ্জে শপথগ্রহণের পরই মো. লিটন মিয়া নামে এক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে গ্রেফতার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে শপথ নেওয়া শেষে পুলিশ অ্যাসল্ট মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেফতার লিটন মিয়া জেলার ভৈরব উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান। তিনি আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন।
পরে তাকে আদালতে পাঠানো হলে বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট উম্মে হাবিবা জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
জানা গেছে, গত ২৬ ডিসেম্বর চতুর্থ ধাপে কিশোরগঞ্জের ভৈরব উপজেলার ৭টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই দিন কালিকাপ্রসাদ ইউনিয়নে খাসহাওলা কেন্দ্রে হট্টগোল হয়। হট্টগোল থামাতে পুলিশ কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এ ঘটনায় ওই দিন রাতে ৬ জনের নাম উল্লেখ করে ভোটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত পুলিশ অফিসার আমিনুল ইসলাম বাদী হয়ে অজ্ঞাত ৫০ জনকে আসামি করে একটি মামলা করেন। সেই মামলায় এক নম্বর আসামি করা হয় চেয়ারম্যান পদে বিজয়ী মো. লিটন মিয়াকে এবং দুই নম্বর আসামি করা হয় পরাজিত চেয়ারম্যান প্রার্থী ফজলুল কবিরকে।
কিশোরগঞ্জ ডিবি পুলিশের পরিদর্শক মো. রফিকুল ইসলাম বলেন, ভৈরবে ইউপি নির্বাচনের দিন ভোট কেন্দ্রে গোলযোগ হয়। এদিন জনতা পুলিশের ওপর হামলা করে। এ ঘটনায় মামলা হলে চেয়ারম্যান লিটন মিয়াকে আসামি করা হয়। মামলার পর থেকে তিনি পলাতক ছিলেন যা ডিবির কাছে খবর ছিল। সেই মামলার আসামি শপথ গ্রহণ শেষে তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।
ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম মোস্তফা বলেন, লিটন মিয়াকে গ্রেপ্তারের খবর শুনেছি। তিনি পুলিশ অ্যাসল্ট মামলার আসামি হিসেবে পলাতক ছিলেন।