muktijoddhar kantho logo l o a d i n g

তথ্য প্রযুক্তি

মোবাইল ইন্টারনেটে গ্রাহক হ্রাস

দুই মাসের ব্যবধানে ৫৩ লাখ ৮০ হাজার ইন্টারনেট গ্রাহক হারিয়েছে মোবাইল ফোন অপারেটরগুলো। নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির সবশেষ হিসাবে ২০২১ সালের ডিসেম্বরে ২৮ লাখ এবং নভেম্বরে ২৫ লাখ ৮০ হাজার ইন্টারনেট গ্রাহক কমেছে মোবাইল ফোন অপারেটরদের।

বিটিআরসির হিসাব বলছে, ২০২১ সালের ডিসেম্বরে দেশের মোবাইল ইন্টারনেট গ্রাহক দাঁড়িয়েছে ১১ কোটি ৩৭ লাখ ৩০ হাজার। নভেম্বরে এ সংখ্যা ছিল ১১ কোটি ৬৫ লাখ ৩০ হাজার। আর অক্টোবের ছিল ১১ কোটি ৯১ লাখ ১০ হাজার। সর্বশেষ অক্টোবরে মোবাইল অপারেটদের ইন্টারনেট গ্রাহক সংখ্যা বেড়েছিল। মাসটিতে ৪ লাখ গ্রাহক পেয়েছিল অপারেটরগুলো। সেপ্টেম্বরে ১১ কোটি ৮৭ লাখ ১০ হাজার মোবাইল ইন্টারনেট গ্রাহক ছিল মোবাইল অপারেটরগুলোর। যদিও বছরটির ডিসেম্বরে এসে দেশে ব্রডব্যান্ড গ্রাহক বেড়েছে। তিন মাস পরপর আপডেট হওয়া এ হিসাবে ডিসেম্বরে ব্রডব্যান্ড ইন্টারনেট গ্রাহক দাঁড়িয়েছে ১ কোটি ৯০ হাজার।

Tags: