muktijoddhar kantho logo l o a d i n g

খেলার খবর

সাকিবকে নিল না কোনো দল

ভারতের বেঙ্গালুরুর হোটেল আইটিসি গার্ডেনিয়ায় চলছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৫তম আসরের মেগা অকশন।

বিশ্বজুড়ে ক্রিকেটপ্রেমীদের চোখ এখন সেখানেই। প্রিয় তারকাকে কোন দল কত দরে কিনে নেয় সেটিই আলোচনার বিষয়।

এবারের আইপিএল নিলামে চোখ রয়েছে বাংলাদেশি ক্রিকেটপ্রেমীদের। কারণ নিলামে চূড়ান্ত তালিকায় আছেন পাঁচ বাংলাদেশি ক্রিকেটার— সাকিব আল হাসান, মোস্তাফিজুর রহমান, লিটন দাস, তাসকিন আহমেদ ও শরীফুল ইসলাম।

বিশেষ করে অলরাউন্ডার সাকিব ও কাটার মাস্টার মোস্তাফিজকে কোন দল কত মূল্যে কিনে নেয় সেই আশায় চাতক পাখির ন্যায় চেয়ে আছেন ভক্তরা।

তবে ভক্তরা আপাতত হতাশই হলো। অবিক্রীত রয়ে গেলেন সাকিব। কোনো দলই তাকে নিতে আগ্রহ দেখায়নি আপাতত। তার ভিত্তিমূল্য ছিল ২ কোটি রুপি।

ধারণা করা হচ্ছিল, সাকিবকে ফের কিনে নেবে কলকাতা। বাংলা ভাষাভাষির হওয়ায় দলটিতে তার গ্রহণযোগ্যতা অনেক। তা ছাড়া প্রোটিয়া তারকা এবি ডি ভিলিয়ার্সের অনুপস্থিতিতে বেঙ্গালুরুও সাকিবকে নিতে পারে বলে ধারণা করা হচ্ছিল।

কিন্তু তেমন কিছুই ঘটল না।

সাকিবের মতো অবিক্রীত থেকেছেন অসি ব্যাটার স্টিভ স্মিথ, ভারতীয় অভিজ্ঞ তারকা সুরেশ রায়না ও প্রোটিয়া তারকা ডেভিড মিলার।

Tags: