muktijoddhar kantho logo l o a d i n g

জাতীয়

রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী সাক্ষাতে নূরুল হুদা কমিশন

রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করতে বঙ্গভবনে প্রবেশ করেছেন প্রধান নির্বাচন কমিশনারসহ অন্য কমিশনাররা। রোববার সন্ধ্যা সাড়ে ৬টায় বঙ্গভবনে প্রবেশ করেন তারা।

এর আগে বিকেল ৫টা ৪৭ মিনিটে নির্বাচন ভবন থেকে তারা রওনা দেন। সিইসির সঙ্গে রয়েছেন নির্বাচন কমিশনার মাহবু্ব তালুকদার, রফিকুল ইসলাম, কবিতা খানম ও ইসি সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার। নির্বাচন কমিশনার শাহাদাত হোসেন চৌধুরী যাননি। জানা গেছে তিনি অসুস্থ।

২০১৭ সালের ১৫ ফেব্রুয়ারি প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদাসহ চারজন নির্বাচন কমিশনার নিয়ে গঠিত হয় দেশের ১২তম নির্বাচন কমিশন। নানা আলোচনা-সমালোচনার মধ্য দিয়ে ১৪ ফেব্রুয়ারি দায়িত্ব শেষ হবে বর্তমান নির্বাচন কমিশনের। দায়িত্ব শেষ হওয়ার আগে রাষ্ট্রপতির সঙ্গে এটি বর্তমান কমিশনের বিদায়ী সাক্ষাৎ।

Tags: