সাবেক হাইকমিশনার এম খায়রুজ্জামানকে বাংলাদেশের কাছে হস্তান্তরের ক্ষেত্রে সাময়িক নিষেধাজ্ঞা দিয়েছেন মালয়েশিয়ার কুয়ালালামপুরের একটি আদালত। গত শুক্রবার একটি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত ওই নিষেধাজ্ঞা দেন।
আগামীকাল সোমবার এ বিষয়ে শুনানির তারিখ নির্ধারণ করা হতে পারে। কুয়ালালামপুর থেকে পাওয়া খবরে এসব তথ্য জানা গেছে।
এর আগে গত বুধবার দেশটির সেলাঙ্গর প্রদেশের আমপাং এলাকা থেকে মালয়েশিয়ায় বাংলাদেশের সাবেক হাইকমিশনার এম খায়রুজ্জামানকে গ্রেপ্তার করে অভিবাসন পুলিশ।
সাবেক সেনা কর্মকর্তা থেকে পরে সামরিক সরকারের আমলে প্রেষণে নিয়োগ পেয়ে কূটনীতিক হন এম খায়রুজ্জামান।
Tags: