২০২১-২২ শিক্ষাবর্ষে মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে। আগামী ১ এপ্রিল অনুষ্ঠিত হবে এমবিবিএস ভর্তি পরীক্ষা। আর বিডিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২২ এপ্রিল।
আজ বুধবার সন্ধ্যায় স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এএইচএম এনায়েত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ভর্তি কমিটির এক সভায় আজ সম্ভাব্য একটি সময়সীমা দেওয়া হয়েছে। সেই অনুযায়ী, আগামী ১ এপ্রিল এমবিবিএস ও ২২ এপ্রিল বিডিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে সিদ্ধান্তটি এখনো অফিস অর্ডার আকারে আসেনি বলে জানান তিনি।
Tags: