muktijoddhar kantho logo l o a d i n g

কিশোরগঞ্জের খবর

পাকুন্দিয়ায় ফুল দেওয়া নিয়ে আ. লীগের দু’পক্ষের সংঘর্ষ

কিশোরগঞ্জের পাকু‌ন্দিয়ায় আন্তর্জা‌তিক মাতৃভাষা দিবসে শহীদ মিনা‌রে ফুল দেওয়াকে কেন্দ্র করে আওয়ামী লীগের দু’প‌ক্ষের ম‌ধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘ‌র্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন।

সোমবার (২১ ফেব্রুয়ারি) সকালে পাকুন্দিয়া সরকারি কলেজ প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

স্থানীয় সূত্র জানায়, উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট সোহরাব উদ্দিনের সমর্থকরা ফুল দিতে গেলে বর্তমান সংসদ সদস্য নূর মোহাম্মদের সমর্থকদের সাথে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে দেশিয় অস্ত্রসহ উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘণ্টাব্যাপী চলা এ সংঘর্ষে ১০ জন আহত হয়েছে।

উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম রেণু বলেন, অ্যাডভোকেট সোহরাব উদ্দিন অস্ত্রসহ দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ফুল দিতে এসে বিশৃংখলা সৃষ্টি করেন। নূর মোহাম্মদের লোকজন এ সময় শহীদ মিনার এলাকায় ছিলো না।

তবে এ অভিযোগ অস্বীকার করে এডভোকেট সোহরাব উদ্দিন বলেন, আমরা হাজারো মানুষ নিয়ে শহীদ মিনারে গিয়ে ফুল দিতে গিয়েছি। মারামারি করার জন্য নয়। শহীদ মিনারে ফুল দিতে যাবার সময় প্রতিপক্ষের লোকজন ইটপাটকেল নিক্ষেপ করেছে বলে তিনি অভিযোগ করেন।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সারওয়ার জাহান জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

Tags: