muktijoddhar kantho logo l o a d i n g

জাতীয়

আইসিজে’তে রোহিঙ্গা গণহত্যা মামলার শুনানির প্রক্রিয়া শুরু

মিয়ানমারের রাখাইন রাজ্যে ২০১৭ সালে রোহিঙ্গাদের ওপর যে গণহত্যা চালিয়েছিল দেশটির সামরিক বাহিনী, দ্য ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিসে (আইসিজে) তার শুনানির প্রক্রিয়া শুরু হয়েছে।

মিয়ানমারের প্রাথমিক আপত্তি সত্ত্বেও সোমবার থেকে এ বিচারকাজ শুরু হয়। কাতারের দোহাভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

২০১৭ সালের আগস্ট মাসের শেষ দিকে রাখাইনে সামরিক অভিযান শুরু করে মিয়ানমার। এ অভিযানে রোহিঙ্গাদের বাড়িঘর পুড়িয়ে দেয়া হয়। হত্যা, ধর্ষণ, নির্যাতনের মুখে রাখাইন ছাড়তে বাধ্য হন সাত লাখের বেশি রোহিঙ্গা।

সীমান্ত পাড়ি দিয়ে পালিয়ে তারা বাংলাদেশের কক্সবাজার জেলার টেকনাফে আশ্রয় নেন। ধারণা করা হয়, মিয়ানমার সেনাবাহিনীর ওই অভিযানে কয়েক হাজার রোহিঙ্গাকে হত্যা করা হয়েছিল।

এ নিয়ে তদন্ত শুরু করে জাতিসংঘ। প্রাথমিক তদন্তে দমনপীড়নমূলক ওই অভিযানে ‘গণহত্যার উদ্দেশ্য’ খুঁজে পেয়েছে বিশ্ব সংস্থাটি।

পরে এ নিয়ে বিশ্বের সর্বোচ্চ আদালত হিসেবে খ্যাত দ্য ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিসে বিচার শুরু হয়। মামলায় অভিযুক্তদের মধ্যে রয়েছেন মিয়ানমারের তৎকালীন সেনা কমান্ডার মিন অং হল্যাং।

এ ছাড়া মামলায় আরও পাঁচ জেনারেলকে অভিযুক্ত করা হয়েছে।

এর আগে ২০১৯ সালের ডিসেম্বরে মিয়ানমারের ক্ষমতাসীন দলের নেতা অং সান সু চি দ্য হেগে এ মামলার শুনানিতে অংশ নেন। গত বছরের ফেব্রুয়ারি সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত হন সু চি।

পরে মিয়ানমারে জেনারেল মিন অং হল্যাংয়ের নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় এলে তারা জানায়, তাদের প্রতিনিধি মামলার শুনানি অংশ নেবেন।

এ মামলার বিচারকাজ চালিয়ে যেতে সু চি নেতৃত্বাধীন সরকার আপত্তি জানালেও গত সপ্তাহে মিয়ানমারের তাদের ছায়া সরকার তা তুলে নেয়।

Tags: