ইউক্রেন থেকে বাংলাদেশি কেউ দেশে ফিরতে চাইলে পোল্যান্ডে বাংলাদেশ দূতাবাস সব ধরনের সহযোগিতা করবে। দূতাবাসের একজন কর্মকর্তা অনির্বাণ নিয়োগির মোবাইল নম্বরে ফোন করে সহযোগিতা নিতে পারেন। নম্বরটি হল-+৪৮৫৭২০৯৪৩৮১। দূতাবাস জরুরি ভিত্তিতে তাদের ১৫ দিনের ভিসার ব্যবস্থা করে দেবে।
আজ বৃহস্পতিবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম এসব কথা বলেন। তিনি বলেছেন, ‘দূতাবাস ইউক্রেনে বসবাসরত বাংলাদেশিদের নিয়ে হোয়াটস অ্যাপ গ্রুপ খুলেছে। সেখানকার মতামতগুলো নেওয়া হয়। প্রায় ২৫০ বাংলাদেশি সেই গ্রুপের সদস্য হয়েছেন। তারা বলেছেন, আরও আছেন। তবে আমরা মনে করছি সংখ্যাটি ৫০০’র মত হতে পারে।’
Tags: