muktijoddhar kantho logo l o a d i n g

কিশোরগঞ্জের খবর

আগামী নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দেবে জাপা

দ্বাদশ সংসদ নির্বাচনকে কেন্দ্র করে জাতীয় পার্টি কোনো জোট নিয়ে ভাবছে না বলে জানিয়েছেন দলটির মহাসচিব ও কিশোরগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মুজিবুল হক চুন্নু।

তিনি বলেন, আগামী জাতীয় নির্বাচনের জন্য তিনশো আসনেই প্রার্থিতা চূড়ান্ত করার কাজ করছে জাতীয় পার্টি। তিনশো আসনেই প্রার্থী দিয়ে আমরা ভোটের মাঠে লড়াই করব। দলের কোনো নেতাকর্মী যদি অন্য দলের লেজুড়বৃত্তি করে, তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

শনিবার (২৬ ফেব্রুয়ারি) বেলা ১১টায় শহরের একটি কমিউনিটি সেন্টারে কিশোরগঞ্জ জেলা জাতীয় পার্টির আহ্বায়ক কমিটির পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

জাপা মহাসচিব আরও বলেন, বর্তমান সরকারের দুঃশাসন, দেশের অর্থ পাচার, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ইত্যাদি কারণে দেশের অবস্থা ভালো নেই। তাই জনগণের অধিকার আদায়ে এই সপ্তাহের মধ্যে রাস্তায় নামার কর্মসূচি দেবে জাতীয় পার্টি।

জেলা জাতীয় পার্টির আহ্বায়ক অ্যাডভোকেট আশরাফ উদ্দিন রেণুর সভাপতিত্বে সভায় জেলা জাপার যুগ্ম আহ্বায়ক মজিবুর রহমান বেলাল, আবদুল গণি মিয়া, কাজী আফতাব, মো. ইসমাইল হোসেন বাবুল, মজিবুর রহমান, তাড়াইল উপজেলার চেয়ারম্যান জহিরুল হক ভূঁইয়া শাহীন প্রমুখ বক্তব্য রাখেন।

Tags: