মিষ্টি দেওয়ার খালি একটি প্যাকেট বা বক্সের ওজনই ২৫৯ গ্রাম। এই প্যাকেটে করে কেউ এক কেজি মিষ্টি কিনলে তিনি পেতেন ৭৪১ গ্রাম। অথচ তার কাছ থেকে ঠিকই এক কেজি মিষ্টির দাম রাখতেন বিক্রেতা।
প্রতারণার এই ঘটনাটি কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার কটিয়াদী বাজারের। রোববার দুপুরে ভোক্তাদের সঙ্গে এ প্রতারণার দায়ে বাজারের জগবন্ধু মিষ্টান্ন ভাণ্ডার, শ্রী গুরু মিষ্টান্ন ভাণ্ডার, রাজ লক্ষী মিষ্টান্ন ভাণ্ডার ও মেলা হোটেলকে বিশ হাজার টাকা করে ৮০ হাজার জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইব্রাহীম।
এ সময় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সংরক্ষণ করার দায়ে খোকন মাংসের দোকানকে ২০ হাজার টাকা, স্বাস্থ্যবিধি না মেনে ব্যাবসা পরিচালনা করায় মহাদেব মিষ্টান্ন ভাণ্ডারকে ২০ হাজার টাকা, মাংসের দোকানে মূল্য তালিকা না থাকায় আল আমিন মাংসের দোকানকে ৫ হাজার টাকা ও রাস্তা বন্ধ করে জনগনের চলাচলে অসুবিধা সৃষ্টি করার জন্য বণিক ক্রোকারিজকে ১ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় কটিয়াদী পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর মো. দিদারুল আলম রাসেলসহ থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।