দক্ষিণ আফ্রিকার সাবেক পেসার অ্যালান ডোনাল্ডকে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেস বোলিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত তার সঙ্গে চুক্তি করা হয়েছে।
বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘নতুন বোলিং কোচ হিসেবে আমরা ডোনাল্ডকে নিয়োগ দিয়েছি। আসন্ন দক্ষিণ আফ্রিকা সফর থেকে তিনি আমাদের সঙ্গে কাজ করবেন। টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত তার সঙ্গে আমাদের চুক্তি হয়েছে।’
Tags: