muktijoddhar kantho logo l o a d i n g

খেলার খবর

মুস্তাফিজ ভক্তদের জন্য সুখবর

সুপার টেনের প্রথম ম্যাচেই মুস্তাফিজের নামার কথা ছিল। একাদশ নির্বাচন করার প্রাথমিক আলোচনাতেও ছিলেন মুস্তাফিজ। কিন্তু শেষ দিকে ফিজিও তাকে সরিয়ে নেয়।

 

শতভাগ সুস্থ না হওয়ায় তাকে বাদ রেখেই সেরা একাদশ মাঠে নামায় টিম ম্যানেজম্যান্ট। আগামী ২১ মার্চ অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ।

 

টিম ম্যানেজম্যান্ট ব্যাঙ্গালুরুতে শতভাগ ফিট মুস্তাফিজকে একাদশে দেখতে চাইছে। মুস্তাফিজও সেই আশা দিচ্ছেন। পুরোদমে বল হাতে দৌড়াচ্ছেন বাহাতি এ বিস্ময়কর পেসার।

 

অসিদের বিপক্ষে মাঠে নামতেও প্রস্তুত মুস্তাফিজ। শুক্রবার মুস্তাফিজকে নিয়ে বোলিং কোচ হিথ স্ট্রিক বলেন,‘এই মুহূর্তে মুস্তাফিজকে নিয়ে আমরা আশা করতে পারি। সবকিছু খুব ভালো মনে হচ্ছে। ওর অবস্থা ভালো। পুরো গতির কাছাকাছিতেই বোলিং করছে।’

 

সবকিছু ঠিকঠাক থাকলে ব্যাঙ্গালুরুর চিন্মাস্বামী স্টেডিয়ামে মুস্তাফিজের বিশ্বকাপ অভিষেক হবে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত ম্যাচের আগে নেওয়া হবে বলে জানিয়েছেন স্ট্রিক,‘চূড়ান্ত সিদ্ধান্ত আমরা ম্যাচের দিন নেব। ম্যাচের দিনই কেবল আমরা শতভাগ নিশ্চিত করে বলতে পারব সে শতভাগ ফিট কিনা। তবে শতভাগ ফিট না হলে আমরা তাকে নামাবো না।’

 

শুক্রবার ব্যাঙ্গালুরুতে বাংলাদেশ দলের ক্রিকেটাররা অনুশীলন করেনি। মুস্তাফিজুর রহমানকে নিয়ে স্টেডিয়ামে একাই আসেন কোচ। নেটে ৪ ওভার বোলিং করেছেন অভিষেকে তকমা লাগানো এ পেসার।

 

হিথ স্ট্রিকের ভাষ্যমতে ৪ ওভার বোলিং করে কোনো ব্যথা অনুভব করেননি মুস্তাফিজ। এমনকি তার অস্ত্র কাটারও করেছেন নিয়মিত।

 

প্রায় তিন সপ্তাহ হয়ে গেল মাঠের বাইরে মুস্তাফিজ। অস্ট্রেলিয়ার মত বড় দলের বিপক্ষে ইনজুরি কাটিয়ে ফিরে এসে আত্মবিশ্বাস ফিরে পাবেন তো মুস্তাফিজ?

 

ওয়ার্নার, স্মিথ, ওয়াটসনদের বিপক্ষে জ্বলে উঠতে পারবেন তো বিস্ময়কর এ পেসার। হিথ স্ট্রিক বেশ আত্মবিশ্বাসী সুরেই বললেন,‘ও পারবে। আত্মবিশ্বাস ওর বরাবরই ছিল। তিন সপ্তাহ মাঠের বাইরে থাকলেও আমরা ওকে সেভাবেই প্রস্তুত করছি।’

 

Tags: