muktijoddhar kantho logo l o a d i n g

জাতীয়

সয়াবিন তেলের দাম বেশি নিলে ১৬১২১-এ অভিযোগের পরামর্শ

ক্রেতাদের কাছ থেকে দোকানিরা সয়াবিন তেলের নির্ধারিত দামের বেশি নিলে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের হটলাইনে কল করে অভিযোগের পরামর্শ দিয়েছে অধিদপ্তর। আজ শুক্রবার অধিদপ্তরের পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ার সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

মনজুর মোহাম্মদ শাহরিয়ার জানান, গত ৬ ফেব্রুয়ারি বাণিজ্য মন্ত্রণালয় সয়াবিনের দাম নির্ধারণ করে দেয়। সরকারের নির্ধারণ করে দেওয়া বাজারমূল্য অনুযায়ী, প্রতি লিটার বোতলজাত সয়াবিনের সর্বোচ্চ খুচরামূল্য ১৬৮ টাকা এবং বোতলজাত পাঁচ লিটারের দাম ৭৯৫ টাকা।

এ ছাড়া খোলা সয়াবিন প্রতি লিটার সর্বোচ্চ ১৪৩ টাকা এবং খোলা পাম অয়েল লিটারপ্রতি ১৩৩ টাকা।

মনজুর মোহাম্মদ শাহরিয়ার বলেন, ‘কারও কাছ থেকে নির্ধারিত দামের বেশি নেওয়া হলে, আমাদের হটলাইন ১৬১২১ নম্বরে কল করে অভিযোগ জানাতে হবে। আমরা দ্রুত অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব।’

Tags: