ম্যানচেস্টারের স্বপ্নমঞ্চে আরও একটা স্বপ্ন স্পর্শ করলেন ক্রিস্টিয়ানো রোনালদো। অস্ট্রিয়ান-চেক ফুটবলার জোসেফ বাইকানকে পেছনে ফেলে ব্রহ্মাণ্ডের সর্বোচ্চ গোলের মালিক এখন পর্তুগীজ মহাতারকা।
ফিফার হিসেব মতে জোসেফ বাইকানে গোল সংখ্যা ৮০৫। এতদিন এটাই ছিল স্বীকৃত ফুটবলে সর্বোচ্চ গোলের রেকর্ড। ওল্ড ট্র্যাফোর্ডে ফিরে ৮০০ গোলের মাইলফলক স্পর্শ করেছিলেন বেশ আগেই। কিন্তু বাইকানকে পেছনে ফেলতে পারছিলেন না সিআর সেভেন।
দলের সঙ্গে নিজেও ছিলেন না ছন্দে। টানা তিন ম্যাচে কোনো গোল পাননি। ইপিএলে টটেনহ্যামের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে রোনালদো হ্যাটট্রিক করে পেছনে ফেলেছেন বাইকানকে। স্বীকৃত ফুটবলে এখন রোনালদোর গোল ৮০৭টি।
১৯১৩ সালে ভিয়েনায় জন্ম নেন জোসেফ বাইকান। ১৯৩১ সালে সিনিয়র টিমে অভিষেক হয় এই ফরোয়ার্ডের। এরপর ২৬ বছর খেলেছেন দাপটের সঙ্গে। ১৯৩৩ সালে বাইকানের অভিষেক হয় অস্ট্রিয়া জাতীয় দলের হয়ে। এরপর ১৯৩৮ থেকে ১৯৪৯ পর্যন্ত চেকোস্লোভাকিয়া দলের জার্সিতে খেলেন এই স্ট্রাইকার।
অন্যদিকে রোনালদো ক্যারিয়ারের ৫৯তম হ্যাটট্রিক করলেন। টানা ১৩ পঞ্জিকাবর্ষে হ্যাটট্রিক করার অনন্য রেকর্ডও করেছেন সিআর সেভেন।