কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ছড়া/কবিতা আবৃত্তি, অভিনয়, রচনা প্রতিযোগীতা, বীর মমুক্তিযোদ্ধাদের মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১১টায় করিমগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে অত্র বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. ইকবাল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন করিমগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কবির উদ্দিন মিল্কী।
দশম শ্রেণির ছাত্রী সাদিয়া রহমানের সঞ্চালণায় বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা কামান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা জহির উদ্দিন, সহকারি প্রধান শিক্ষক গোলাম ফারুক প্রমূখ।
অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন শিক্ষক আব্দুল কাদির, চন্দ্রা রাণী সরকার, আবেদা সসুলতানা, আসমা আক্তার, বাপি সাহা, মুহিউদ্দিন আনোয়ারী, নাহিদা সুলতানা, মোঃ আলামিন, নাজমুল আলম, মায়া রাণী দেবী, আব্দুল আলী, মাসুম বিল্লাহ প্রমূখ।
অনুষ্ঠানে অতিথিবৃন্দ শিশু-কিশোরীদের কাছে মহান মুক্তিযুদ্ধে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান, মুক্তিযুদ্ধের ইতিহাস ও উপস্থিত মুক্তিযোদ্ধারাও তাদের যুদ্ধকালীন স্মৃতি তুলে ধরেন।
অনুষ্ঠানে শিশু-কিশোররা কবিতা আবৃত্তি, অভিনয় তোলে ধরেন। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।