কিশোরগঞ্জের ইটনা উপজেলার ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত সদস্য ও মহিলা সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
ইউনিয়ন পরিষদ নির্বাচনের শেষ ধাপে ইটনা উপজেলার নির্বাচিত ৮০ জন সদস্য ও ২৭ জন সংরক্ষিত সদস্যদের শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী কর্মকর্তা নাফিসা আক্তার।
রবিবার সকালে সদরের রাষ্ট্রপতি আবদুল হামিদ অডিটোরিয়ামে শপথ গ্রহণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরী কামরুল হাসান, ইটনা থানার অফিসার ইনচার্জ কামরুল ইসলাম মোল্লা, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুস সালাম, যুব উন্নয়ন কর্মকর্তা কামাল উদ্দিন, ওসি তদন্ত আহসান হাবিব, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাখাওয়াত হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন সুলতানা মুক্তি, জয়সিদ্ধী ইউপি চেয়ারম্যান মনির উদ্দিন, সদর ইউপি চেয়ারম্যান সোহাগ মিয়া, এলংজুড়ি ইউপি রুবেল ভূইয়া, মুগা ইউপি চেয়ারম্যান দারুল ইসলাম, চৌগাংগা ইউপি চেয়ারম্যান ছাইফুল ইসলাম, ধনপুর ইউপি চেয়ারম্যান প্রদীপ কুমার দাস, বাদলা ইউপি চেয়ারম্যান আদিলুজ্জামান ভূইয়া, বড়িবাড়ি ইউপি চেয়ারম্যান আব্দুস ছাত্তার, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।