muktijoddhar kantho logo l o a d i n g

জাতীয়

দূষিত শহরের তালিকায় ফের শীর্ষে ঢাকা

ফের বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় শীর্ষে উঠে এসেছে ঢাকা। বৃহস্পতিবার দুপুর ১২টায় ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) ১৯০ রেকর্ড করা হয়েছে।

একই সময়ে ভারতের দিল্লি ও পোল্যান্ডের রক্লা যথাক্রমে একিউআই ১৮৩ ও ১৭৭ স্কোর নিয়ে পরের অবস্থানে রয়েছে।

২০১ থেকে ৩০০-র মধ্যে একিউআই স্কোর খারাপ বলা হয়। যেখানে ৩০১ থেকে ৪০০-র স্কোর ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচিত হয়।

প্রতিদিনের বাতাসের মান নিয়ে তৈরি করা একিউআই সূচকে একটি নির্দিষ্ট শহরের বাতাস কতুটুকু নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয়। তাদের জন্য কোনো ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে তা জানা যায়।

বাংলাদেশ একিউআই নির্ধারণ করা হয় পাঁচটি ধরনকে ভিত্তি করে–বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫) এনও২, সিও, এসও২ এবং ওজোন (ও৩)।

Tags: