গ্রামের নির্জন ভুট্টাক্ষেতের ভেতর থেকে ক্ষীণস্বরে ভেসে আসছিলো শিশুর কান্না! দীর্ঘক্ষণ কান্নার ফলে মৃতপ্রায় শিশুটি যেন বেঁচে থাকার সর্বশেষ চেষ্টাই করে যাচ্ছিলো! গ্রামের রাস্তা ধরে যাবার পথে শিশুটির কান্না শুনে চমকে উঠেন কয়েকজন পথচারী। উৎসুক পথচারীরা কান্নার উৎস খুঁজতে গিয়ে ভুট্টাক্ষেতের ভেতরে দেখতে পায় একটি প্লাস্টিকের ব্যাগের উপর রক্তাক্ত নবজাতক শিশুকে!
এমনি ঘটনা ঘটেছে কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার জাফরাবাদ ইউনিয়নের জাল্লাবাদ গ্রামে।
জানা গেছে, বুধবার রাত সাড়ে ৮টার দিকে নবজাতকের কান্নার আওয়াজ শুনতে পান কয়েকজন পথচারী। কান্নার শব্দ শুনে এগিয়ে যান তারা। পরে সদ্যজাত শিশুটিকে উদ্ধার করে রাখা হয় সাধেরজঙ্গল গ্রামের এক নারীর কাছে। বৃহস্পতিবার সকালে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছ থেকে খবর পেয়ে তাকে উদ্ধার করে পুলিশ।
পরে উপজেলা সমাজসেবা কর্মকর্তার তত্ত্বাবধানে করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিশুটির শারীরিক পর্যবেক্ষণ সম্পন্ন হয়। শিশুটির শারীরিক কোনো জটিলতা না থাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে পুলিশ পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেনের পারিবারিক পরিচর্যায় রাখা হয়েছে ওই নবজাতক শিশুটিকে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তসলিমা নূর হোসেন জানান, শিশুটির নিরাপদ আশ্রয় ও পরিচর্যার জন্য উপজেলা শিশুকল্যাণ পরিষদের তত্ত্বাবধানে রাখা হয়েছে। পরবর্তীতে স্থায়ীভাবে লালন পালনের জন্য দত্তক নিতে আগ্রহীদের মধ্য থেকে যাচাই-বাছাই করে দত্তক দেওয়া কিংবা আদালতের নির্দেশনা চেয়ে ব্যবস্থা নেওয়া হবে।